বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার

নারী ফুটবলের অচলাবস্থা কেটে গেছে, যখন এমন চিন্তা করছিল সবাই। তখনই এক বক্তব্য দিয়ে নতুন আলোচনার জন্ম দেন কোচ পিটার বাটলার। ভুটানে খেলতে যাওয়া ফুটবলারদের বাদ দিয়েই ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে দল গঠনের ইঙ্গিত দেন তিনি। তবে সেসব পেছনে ফেলে অবশেষে বিদ্রোহীদের জন্য দুয়ার খুলে দিলেন এ ইংলিশ কোচ। বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার।

ফিফা উইন্ডোর এই দুই প্রস্তুতি ম্যাচের জন্য ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে দলে ডাকছেন বাটলার। এই পাঁচ জন হলেন- মনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের একটি।

বাফুফের ওই সুত্র জানায়, ‘চলতি মাসের শেষে ফিফা উইন্ডোতে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে দলের সঙ্গী হওয়ার জন্য ভুটানে লিগ খেলতে যাওয়া ১০ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে ডাকা হবে। তারা হলেন- মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা।’

অন্যদিকে, আগামী জুন মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। মিয়ানমারে বসবে এই আসর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

এশিয়ান কাপ বাছাইয়ের অভিযানে যাওয়ার আগে নিজেদের শাণিয়ে নিতে আগামী ৩১ মে জর্ডান ও ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে জর্ডানে। এই দুই ম্যাচের জন্যই মনিকা-মারিয়াদের ডেকেছেন বাটলার।

এদিকে, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার- এই ১০ জন ভুটানের লিগে খেলতে গেছেন। লিগটি বর্তমানে স্থগিত রয়েছে।

উল্লেখ্য, গত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর যে ১৮ জন বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে ছিলেন এই পাঁচ জনও। তবে একটা জায়গায় এখনো নিজের অবস্থানে পিটার বাটলার অটল বলেই মনে হচ্ছে। শুরু থেকেই তিনি বলেছিলেন, ১৮ জনই নয় সাত জনকে কোচিং করাতে চান না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button