আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে আদাজল খেয়ে নেমেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ দফায় চুক্তির অসেক কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু মাঝখানে দেয়াল জুড়ে দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এবার আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল। সেই সময়ের বেশি আর অপেক্ষা করবে না সেলেসাওরা।
২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই আনচেলত্তিকে পেতে দৌঁড়ঝাপ শুরু করেছে ব্রাজিল। সেই দফায় ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ) কয়েক মাস আগে আরও একবার কোমর বেঁধে নামে। এবার অবশ্য সফলতার পথেই ছিল তারা। বিভিন্ন সুত্রে জানা যায়, উভয় পক্ষের সম্মতিতে মৌখিক চুক্তি হয়ে গেছে। তবে সবাইকে চমকে দিয়ে হঠাৎই সেই অবস্থান থেকে সরে যান আনচেলত্তি।
ইউরোপিয়ান গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা কার্লো আনচেলত্তিকে এখনই ছাড়তে চাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এমনকি আনচেলত্তি যদি নিজে থেকে চাকরি ছাড়েন তাহলে বাকি সময়ের (২০২৬ সালের জুন পর্যন্ত) অর্থ দিবে না ক্লাব। এমনকি কোনো এক্সিট-ফিও দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
যেকারনে ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে আরেকবার সরে দাঁড়ান আনচেলত্তি। তবে ইতালিয়ান এই কোচকে পেতে হাল ছাড়ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আরো কিছুটা সময় অপেক্ষা করতে চায় তারা। সেই লক্ষ্যে আনচেলত্তির সামনে একিট সময়সীমাও বেধে দিয়েছে সিবিএফ।
সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) কার্লো আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। নতুন কোচ নিয়োগে সেলেসাওরা অপেক্ষা করতে চায় চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ রিয়াল মাদ্রিদের চলতি মৌসূম শেষ হওয়া পর্যন্ত।
লা লিগার পয়েন্ট টেবিল অবশ্য বলছে, মূলত আগামী ১১ মে’তেই নিশ্চিত হয়ে যাবে রিয়ালের লিগ শিরোপা ভাগ্য। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে। ১১ মে আরেকটি এল ক্লাসিকোতে বার্সেলোনার ঘরের মাঠে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে যদি রিয়াল জয় তুলে নিতে পারে তাহলে টিকে থাকবে তাদের শিরোপা ভাগ্য। সেটা নাহলে লিগ শিরোপা চলে যাবে বার্সার ঘরে।
ব্রাজিলের অবশ্য ২৬ তারিখের বেশি অপেক্ষা করার সুযোগ নেই। কারণ আগামী মাসের শুরুর দিকেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তারা মাঠে নামবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। যে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।
এই সময়ের মধ্যে আনচেলত্তিকে না পেলে বিকল্পও ভেবে রেখেছে সেলেসাওরা। সেক্ষেত্রে ব্রাজিলের দ্বিতীয় পছন্দ সৌদি আরবের ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস। সেটা নাহলেও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল পেরেইরার সঙ্গেও যোগাযোগ রেখেছে সিবিএফ।
এদিকে, কিছুদিনের মধ্যেই রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসার কথা রয়েছে। রিয়ালের এই কোচ ব্রাজিলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাছাকাছিই ছিলেন। কিন্তু মাদ্রিদ ছাড়ার সময় আর্থিকভাবে লোকসানের শঙ্কা সেই পথে দেয়াল তৈরি করেছে। স্প্যানিশ ক্লাবটি সাধারণত কোনো কোচকে বরখাস্তের পর চুক্তির বাকি সময়ের অর্থসহ ৬ মাসের ‘বিচ্ছেদজনিত প্যাকেজ’ বহন করে।
ভিন্ন ভিন্ন সূত্রের বরাতে ইএসপিএন বলছে, ব্রাজিলের দায়িত্ব নিতে আনচেলত্তি মাদ্রিদ ছেড়ে গেলে সিবিএফের কাছে তার ক্ষতিপূরণ প্রত্যাশা করে রিয়াল। অন্য সূত্র জানায়, আনচেলত্তি দায়িত্ব ছাড়লে মাদ্রিদ পুরো অর্থ না দিলেও পারিশ্রমিকের কিছু অংশ দিতে পারে, যা তারা সমন্বয় করবে ব্রাজিলের সঙ্গে।