এশিয়ান ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Sun, 04 May 2025 08:51:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://www.sportsmirrorbd.com/wp-content/uploads/2025/04/cropped-Favicon-01-1-32x32.png এশিয়ান ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com 32 32 বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার https://www.sportsmirrorbd.com/archives/1345 https://www.sportsmirrorbd.com/archives/1345#respond Sat, 03 May 2025 18:26:30 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1345 নারী ফুটবলের অচলাবস্থা কেটে গেছে, যখন এমন চিন্তা করছিল সবাই। তখনই এক বক্তব্য দিয়ে নতুন আলোচনার জন্ম দেন কোচ পিটার বাটলার। ভুটানে খেলতে যাওয়া ফুটবলারদের বাদ দিয়েই ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে দল গঠনের ইঙ্গিত দেন তিনি। তবে সেসব পেছনে ফেলে অবশেষে বিদ্রোহীদের জন্য দুয়ার খুলে দিলেন এ ইংলিশ কোচ। বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার। …

The post বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার appeared first on Sports Mirror BD.

]]>
নারী ফুটবলের অচলাবস্থা কেটে গেছে, যখন এমন চিন্তা করছিল সবাই। তখনই এক বক্তব্য দিয়ে নতুন আলোচনার জন্ম দেন কোচ পিটার বাটলার। ভুটানে খেলতে যাওয়া ফুটবলারদের বাদ দিয়েই ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে দল গঠনের ইঙ্গিত দেন তিনি। তবে সেসব পেছনে ফেলে অবশেষে বিদ্রোহীদের জন্য দুয়ার খুলে দিলেন এ ইংলিশ কোচ। বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার।

ফিফা উইন্ডোর এই দুই প্রস্তুতি ম্যাচের জন্য ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে দলে ডাকছেন বাটলার। এই পাঁচ জন হলেন- মনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের একটি।

বাফুফের ওই সুত্র জানায়, ‘চলতি মাসের শেষে ফিফা উইন্ডোতে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে দলের সঙ্গী হওয়ার জন্য ভুটানে লিগ খেলতে যাওয়া ১০ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে ডাকা হবে। তারা হলেন- মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা।’

অন্যদিকে, আগামী জুন মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। মিয়ানমারে বসবে এই আসর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

এশিয়ান কাপ বাছাইয়ের অভিযানে যাওয়ার আগে নিজেদের শাণিয়ে নিতে আগামী ৩১ মে জর্ডান ও ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে জর্ডানে। এই দুই ম্যাচের জন্যই মনিকা-মারিয়াদের ডেকেছেন বাটলার।

এদিকে, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার- এই ১০ জন ভুটানের লিগে খেলতে গেছেন। লিগটি বর্তমানে স্থগিত রয়েছে।

উল্লেখ্য, গত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর যে ১৮ জন বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে ছিলেন এই পাঁচ জনও। তবে একটা জায়গায় এখনো নিজের অবস্থানে পিটার বাটলার অটল বলেই মনে হচ্ছে। শুরু থেকেই তিনি বলেছিলেন, ১৮ জনই নয় সাত জনকে কোচিং করাতে চান না তিনি।

The post বাটলারের ক্লাসে পাঁচ বিদ্রোহী নারী ফুটবলার appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1345/feed 0
সামিতকে ছাড়পত্র দিয়েছে কানাডা https://www.sportsmirrorbd.com/archives/1312 https://www.sportsmirrorbd.com/archives/1312#respond Thu, 01 May 2025 14:16:37 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1312 দেশের ফুটবল বিপ্লবের আরেক সেনাপতি কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। দেশটির জাতীয় দলে খেলা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সম্মতি জানিয়েছেন লাল-সবুজের জার্সিতে খেলতে। ইতোমধ্যেই কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। প্রক্রিয়াধীন সামিতের পাসপোর্ট তৈরির কাজ। তবে শুধু পাসপোর্ট তৈরি করলেই হবে না। কানাডা জাতীয় দলে খেলায় লাগবে দেশটির অনাপত্তিপত্র। সেটা নিয়ে যেতে হবে …

The post সামিতকে ছাড়পত্র দিয়েছে কানাডা appeared first on Sports Mirror BD.

]]>
দেশের ফুটবল বিপ্লবের আরেক সেনাপতি কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। দেশটির জাতীয় দলে খেলা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সম্মতি জানিয়েছেন লাল-সবুজের জার্সিতে খেলতে। ইতোমধ্যেই কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। প্রক্রিয়াধীন সামিতের পাসপোর্ট তৈরির কাজ।

তবে শুধু পাসপোর্ট তৈরি করলেই হবে না। কানাডা জাতীয় দলে খেলায় লাগবে দেশটির অনাপত্তিপত্র। সেটা নিয়ে যেতে হবে ফিফার কাছে। সব কাগজপত্র দেখে ফিফা অনুমতি দিলেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন তিনি। তবে সুখবরটি হলো- সামিত সোমের বিষয়ে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে কানাডা ফুটবল ফেডারেশন।

সামিত সোমের বিষয়ে বাফুফের পক্ষে দেখভাল করছেন সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট, কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে। আগামীকাল (শুক্রবার) সামিতের পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর আমরা ফিফায় আবেদন করব। ১০ জুন ঢাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফে সর্বাত্মক চেষ্টা করছে।’

সাধারণত অনয্য দেশের হয়ে খেলার পরে আরেক দেশের পক্ষে খেলতে হলে অনেক আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হয়। সেই আনুষ্ঠানিকতা সেড়ে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে তাকে খেলাতে বেশ তড়িঘরি করছে বাফুফে। যে কারণে পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সামিতের জন্ম নিবন্ধন দিয়েই কানাডা ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বাফুফে।

অনাপত্তিপত্র পাওয়ার এই প্রক্রিয়া নিয়ে ফাহাদ করিম বলেন, ‘সাধারণত পাসপোর্টের পরই ঐ দেশের অনাপত্তিপত্র আবেদন করা হয়। সামিত যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে চান। তার এই সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত। তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সামিতের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লেয়ারেশন ও জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি।’

বাফুফে সহ-সভাপতি বলেন, ‘কানাডা ফুটবল ফেডারেশনে মেইল করার পর আমরা চেষ্টা করি সুনির্দিষ্ট ব্যক্তি/বিভাগের কাছে পৌঁছানোর। তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করছিলাম আগামী সোম-মঙ্গলবার অনাপত্তিপত্র পেতে পারি। আজ সকালেই পেলাম।’

অন্যদিকে, সামিতকে লাল-সবুজের খেলতে হলে এখন প্রয়োজন বাংলাদেশের পাসপোর্ট। তার পাসপোর্টের জন্য কানাডায় বাংলাদেশ হাই কমিশনও প্রস্তুত রয়েছে। বাফুফের আশা, আগামী সপ্তাহেই সামিতের বাংলাদেশের পাসপোর্ট হয়ে যাবে।

পাসপোর্ট হাতে পেলেই কানাডার অনাপত্তিপত্র, সামিত ও তার পরিবারের বাংলাদেশ সংক্রান্ত কাগজপত্র দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। ফিফা থেকে সবুজ সংকেত পেলেই সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।

আগামী মাসের ১০ তারিখে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দিবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা থাকবে ৩ জুন পর্যন্ত। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে ২ জুনের মধ্যে বাফুফে ইতিবাচক সংবাদ পেলে সামিতকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিবন্ধন করতে পারবে। তবে হামজা চৌধুরীর ক্ষেত্রে প্রায় তিন মাসের বেশি সময় নিয়েছিল ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সামিতের ক্ষেত্রে কি হয় সেটাই দেখার বিষয়।

The post সামিতকে ছাড়পত্র দিয়েছে কানাডা appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1312/feed 0
মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা https://www.sportsmirrorbd.com/archives/1225 https://www.sportsmirrorbd.com/archives/1225#respond Tue, 22 Apr 2025 07:06:59 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1225 হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ …

The post মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা appeared first on Sports Mirror BD.

]]>
হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ করে বাংলাদেশের পোস্টারবয় হামজা চৌধুরীর উপর।

ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হামজা চৌধুরীও। এসময় চিৎকার করতে দেখা যায় তাকে। এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে।

একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন মুহূর্তে মাঠে ঢোকার নিয়ন্ত্রণ আরও শক্ত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি নিয়ে ক্লাব ও ইএফএল তদন্ত শুরু করবে বলে জানা গেছে।

এদিকে বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজার শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ফিরতে এখন প্লে-অফ রাউন্ড খেলতে হবে তাদের। ৪ দলের নকআউট পদ্ধতির প্লে-অফ পর্ব থেকে একটি দল সুযোগ পাবে প্রিমিয়ার লিগে খেলার।

সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচই হেরেছে শেফিল্ড। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

The post মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1225/feed 0
রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব https://www.sportsmirrorbd.com/archives/733 https://www.sportsmirrorbd.com/archives/733#respond Sun, 20 Apr 2025 17:54:11 +0000 https://www.sportsmirrorbd.com/?p=733 মেজর লিগ সকালে (এমএলএস) লিওনেল মেসির খেলা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠে বসে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। বিপত্তিটা বাধে এখানেই। ইন্টার মিয়ামির ম্যাচ ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। যে মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! উপায় …

The post রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
মেজর লিগ সকালে (এমএলএস) লিওনেল মেসির খেলা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠে বসে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। বিপত্তিটা বাধে এখানেই। ইন্টার মিয়ামির ম্যাচ ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। যে মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি!

উপায় না দেখে ম্যাচটি সরিয়ে নেওয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর স্বত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। তাদের জয় তুলে নিয়ে তাদের বিনোদনও দিল মেসিরা।

মেজর লিগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি। এ ম্যাচে অবশ্য কোনো গোলের দেখা পাননি লিওনেল মেসি। ম্যাচের একমাত্র গোলটি করেন বেনজামিন ক্রেমাস্কি।

এ নিয়ে ৮ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।

মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড। গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি।

২৯তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল কলম্বাস। শেষ মুহূর্তে আঙুলের ছোঁয়ায় মায়ামিকে রক্ষা করেন অস্কার উস্তারি। এরপরই ক্রেমাস্কির দুর্দান্ত হেডে এগিয়ে যায় মায়ামি। ২০ বছর বয়সি মিডফিল্ডারের এটি মৌসুমে প্রথম গোল।

৪২তম মিনিটে বক্সের ভেতর বল নিয়ে কারিকুরি করে ডিফেন্ডারকে বিভ্রান্ত করে শট নিয়েছিলেন মেসি, তবে একজনের পায়ে লেগে তা চলে যায় বাইরে। গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁকানো শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করেও সফল হয়নি। তিন দফায় মায়ামিকে রক্ষা করেন গোলকিপার উস্তারি। ক্রুর আক্রমণভাগের ব্যর্থতাও ছিল কিছু। একদম শেষ সময়ে খুব কাছ থেকেও ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেনি দানিয়েল গজদগ।

The post রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/733/feed 0