মেসিকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া

হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। চলতি মৌসূমে কাতালানদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচেই খুঁজে নিচ্ছেন জাল। এবার তো ছাড়িয়ে গেলেন বার্সেলোনার জার্সিতে কিংবদন্তি লিওনেল মেসিকেও। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোনো এক আসরে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গতরাতে ঘরের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কিন্তু আগত দর্শকদের হতাশ করে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। ম্যাচের ২৪তম মিনিটে অবশ্য একটি গোল পরিশোধ করেন লামিনে ইয়ামাল।

এরপর, ৩৮তম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরাতে অবদান রেখেই ইতিহাস গড়েন রাফিনিয়া। ডি-বক্সে বাঁ দিক থেকে তার হেড পাস ছয় গজ বক্সে পেয়ে জাল খুঁজে নেন ফেররান তোরেস।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সতীর্থদের সহযোগীতা করলেন আটটি গোলে। আর নিজে করেছেন ১২টি গোল। সব মিলিয়ে অবদান রাখলেন ২০ গোলে। এতেই ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন ক্লাবটির রেকর্ড স্কোরার মেসি। ১৪ গোলর সঙ্গে তিনি সহযোগীতা করেছিলেন ৫টি গোলে।

আরও কিছু রেকর্ড গড়ার পথেই আছেন চলতি মৌসুমে নিজেকে নতুন রূপে মেলে ধরা রাফিনহা

ইউরোপ সেরার মঞ্চে এক আসরে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে তার সামনে। ২০১৩-১৪ আসরে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২১টি গোলে জড়িয়ে আছে পর্তুগিজ তারকার নাম। আর একটি গোল বা অ্যাসিস্ট করলেই কিংবদন্তির পাশে বসবেন রাফিনিয়া।

বার্সেলোনার কিংবদন্তি বনে যাওয়ারও সুযোগ রয়েছে রাফিনহার সামনে। কাতালানদের হয়ে এক মৌসূমে সর্বোচ্চ গোল কিংবদন্তি লুইস ফিগোর। ১৯৯৯-২০০০ আসরে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। আর একটি অ্যাসিস্ট করলেই সেই রেকর্ডে ভাগ বসাবেন তিনি। দুটি করলে এককভাবে সেই রেকর্ড হবে এই ব্রাজিলিয়ান তারকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button