ইউরোপিয়ান ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Fri, 02 May 2025 06:49:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://www.sportsmirrorbd.com/wp-content/uploads/2025/04/cropped-Favicon-01-1-32x32.png ইউরোপিয়ান ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com 32 32 আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল https://www.sportsmirrorbd.com/archives/1315 https://www.sportsmirrorbd.com/archives/1315#respond Fri, 02 May 2025 06:49:26 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1315 রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে আদাজল খেয়ে নেমেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ দফায় চুক্তির অসেক কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু মাঝখানে দেয়াল জুড়ে দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এবার আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল। সেই সময়ের বেশি আর অপেক্ষা করবে না সেলেসাওরা। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই আনচেলত্তিকে পেতে দৌঁড়ঝাপ শুরু …

The post আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল appeared first on Sports Mirror BD.

]]>
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পেতে আদাজল খেয়ে নেমেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ দফায় চুক্তির অসেক কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু মাঝখানে দেয়াল জুড়ে দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এবার আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল। সেই সময়ের বেশি আর অপেক্ষা করবে না সেলেসাওরা।

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই আনচেলত্তিকে পেতে দৌঁড়ঝাপ শুরু করেছে ব্রাজিল। সেই দফায় ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ) কয়েক মাস আগে আরও একবার কোমর বেঁধে নামে। এবার অবশ্য সফলতার পথেই ছিল তারা। বিভিন্ন সুত্রে জানা যায়, উভয় পক্ষের সম্মতিতে মৌখিক চুক্তি হয়ে গেছে। তবে সবাইকে চমকে দিয়ে হঠাৎই সেই অবস্থান থেকে সরে যান আনচেলত্তি।

ইউরোপিয়ান গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা কার্লো আনচেলত্তিকে এখনই ছাড়তে চাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এমনকি আনচেলত্তি যদি নিজে থেকে চাকরি ছাড়েন তাহলে বাকি সময়ের (২০২৬ সালের জুন পর্যন্ত) অর্থ দিবে না ক্লাব। এমনকি কোনো এক্সিট-ফিও দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

যেকারনে ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে আরেকবার সরে দাঁড়ান আনচেলত্তি। তবে ইতালিয়ান এই কোচকে পেতে হাল ছাড়ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আরো কিছুটা সময় অপেক্ষা করতে চায় তারা। সেই লক্ষ্যে আনচেলত্তির সামনে একিট সময়সীমাও বেধে দিয়েছে সিবিএফ।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) কার্লো আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। নতুন কোচ নিয়োগে সেলেসাওরা অপেক্ষা করতে চায় চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ রিয়াল মাদ্রিদের চলতি মৌসূম শেষ হওয়া পর্যন্ত।

লা লিগার পয়েন্ট টেবিল অবশ্য বলছে, মূলত আগামী ১১ মে’তেই নিশ্চিত হয়ে যাবে রিয়ালের লিগ শিরোপা ভাগ্য। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে। ১১ মে আরেকটি এল ক্লাসিকোতে বার্সেলোনার ঘরের মাঠে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে যদি রিয়াল জয় তুলে নিতে পারে তাহলে টিকে থাকবে তাদের শিরোপা ভাগ্য। সেটা নাহলে লিগ শিরোপা চলে যাবে বার্সার ঘরে।

ব্রাজিলের অবশ্য ২৬ তারিখের বেশি অপেক্ষা করার সুযোগ নেই। কারণ আগামী মাসের শুরুর দিকেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তারা মাঠে নামবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। যে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।

এই সময়ের মধ্যে আনচেলত্তিকে না পেলে বিকল্পও ভেবে রেখেছে সেলেসাওরা। সেক্ষেত্রে ব্রাজিলের দ্বিতীয় পছন্দ সৌদি আরবের ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস। সেটা নাহলেও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল পেরেইরার সঙ্গেও যোগাযোগ রেখেছে সিবিএফ।

এদিকে, কিছুদিনের মধ্যেই রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসার কথা রয়েছে। রিয়ালের এই কোচ ব্রাজিলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাছাকাছিই ছিলেন। কিন্তু মাদ্রিদ ছাড়ার সময় আর্থিকভাবে লোকসানের শঙ্কা সেই পথে দেয়াল তৈরি করেছে। স্প্যানিশ ক্লাবটি সাধারণত কোনো কোচকে বরখাস্তের পর চুক্তির বাকি সময়ের অর্থসহ ৬ মাসের ‘বিচ্ছেদজনিত প্যাকেজ’ বহন করে।

ভিন্ন ভিন্ন সূত্রের বরাতে ইএসপিএন বলছে, ব্রাজিলের দায়িত্ব নিতে আনচেলত্তি মাদ্রিদ ছেড়ে গেলে সিবিএফের কাছে তার ক্ষতিপূরণ প্রত্যাশা করে রিয়াল। অন্য সূত্র জানায়, আনচেলত্তি দায়িত্ব ছাড়লে মাদ্রিদ ‍পুরো অর্থ না দিলেও পারিশ্রমিকের কিছু অংশ দিতে পারে, যা তারা সমন্বয় করবে ব্রাজিলের সঙ্গে।

The post আনচেলত্তিকে পেতে সময় বেধে দিলো ব্রাজিল appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1315/feed 0
মেসিকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া https://www.sportsmirrorbd.com/archives/1305 https://www.sportsmirrorbd.com/archives/1305#respond Thu, 01 May 2025 09:03:32 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1305 হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। চলতি মৌসূমে কাতালানদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচেই খুঁজে নিচ্ছেন জাল। এবার তো ছাড়িয়ে গেলেন বার্সেলোনার জার্সিতে কিংবদন্তি লিওনেল মেসিকেও। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোনো এক আসরে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গতরাতে ঘরের মাঠে ইন্টার মিলানের …

The post মেসিকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া appeared first on Sports Mirror BD.

]]>
হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। চলতি মৌসূমে কাতালানদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচেই খুঁজে নিচ্ছেন জাল। এবার তো ছাড়িয়ে গেলেন বার্সেলোনার জার্সিতে কিংবদন্তি লিওনেল মেসিকেও। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোনো এক আসরে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গতরাতে ঘরের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কিন্তু আগত দর্শকদের হতাশ করে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। ম্যাচের ২৪তম মিনিটে অবশ্য একটি গোল পরিশোধ করেন লামিনে ইয়ামাল।

এরপর, ৩৮তম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরাতে অবদান রেখেই ইতিহাস গড়েন রাফিনিয়া। ডি-বক্সে বাঁ দিক থেকে তার হেড পাস ছয় গজ বক্সে পেয়ে জাল খুঁজে নেন ফেররান তোরেস।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সতীর্থদের সহযোগীতা করলেন আটটি গোলে। আর নিজে করেছেন ১২টি গোল। সব মিলিয়ে অবদান রাখলেন ২০ গোলে। এতেই ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন ক্লাবটির রেকর্ড স্কোরার মেসি। ১৪ গোলর সঙ্গে তিনি সহযোগীতা করেছিলেন ৫টি গোলে।

আরও কিছু রেকর্ড গড়ার পথেই আছেন চলতি মৌসুমে নিজেকে নতুন রূপে মেলে ধরা রাফিনহা

ইউরোপ সেরার মঞ্চে এক আসরে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে তার সামনে। ২০১৩-১৪ আসরে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২১টি গোলে জড়িয়ে আছে পর্তুগিজ তারকার নাম। আর একটি গোল বা অ্যাসিস্ট করলেই কিংবদন্তির পাশে বসবেন রাফিনিয়া।

বার্সেলোনার কিংবদন্তি বনে যাওয়ারও সুযোগ রয়েছে রাফিনহার সামনে। কাতালানদের হয়ে এক মৌসূমে সর্বোচ্চ গোল কিংবদন্তি লুইস ফিগোর। ১৯৯৯-২০০০ আসরে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। আর একটি অ্যাসিস্ট করলেই সেই রেকর্ডে ভাগ বসাবেন তিনি। দুটি করলে এককভাবে সেই রেকর্ড হবে এই ব্রাজিলিয়ান তারকার।

The post মেসিকে ছাড়িয়ে গেলেন রাফিনিয়া appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1305/feed 0
বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা https://www.sportsmirrorbd.com/archives/1292 https://www.sportsmirrorbd.com/archives/1292#respond Tue, 29 Apr 2025 07:44:32 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1292 আগামীকাল বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনা – ইন্টার মিলানের হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু একদিন আগেই শঙ্কা তৈরি হয়েছে সেই ম্যাচ নিয়ে। মূলত স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। যে কারণে বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল সোমবার থেকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে স্পেন ও পর্তুগালে। …

The post বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা appeared first on Sports Mirror BD.

]]>
আগামীকাল বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনা – ইন্টার মিলানের হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু একদিন আগেই শঙ্কা তৈরি হয়েছে সেই ম্যাচ নিয়ে। মূলত স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। যে কারণে বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গতকাল সোমবার থেকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে স্পেন ও পর্তুগালে। অচল হয়ে পড়েছে গণপরিবহন। যে কারণে সৃষ্টি হয়েছে বিশাল যানজট, বিলম্বিত হয়েছে ফ্লাইটও। বাধাগ্রস্ত হয়েছে হাসপাতাল, ট্রেন ও অন্যান্য পরিষেবাও। বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিমান যাত্রাও প্রভাবিত হওয়ায় বার্সেলোনা ও ইন্টারের ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেলে ইন্টার মিলানের স্পেনে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ফ্লাইট স্বাভাবিক নাহলে ইন্টার মিলান কিভাবে স্পেন যাবে, সেটা এখনো নিশ্চিত নয়।

এদিকে, গতকাল সোমবার বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা ছিল উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে। কিন্তু বিমান চলাচল ব্যাহত হওয়ায় দুপুরের আগে কোনো ফ্লাইট ধরতে পারেননি তিনি।

অন্যদিকে, এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে টেনিসেও। সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় সেটের সময় স্থগিত হয়ে গেছে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ। যখন স্থগিত হয়, তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন দিমিত্রভ।

পরে বাধ্য হয়ে দিনের অন্য ম্যাচগুলোও স্থগিত করার ঘোষণা দিয়েছে আয়োজকরা।

The post বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1292/feed 0
ব্রাজিলে যাওয়ার সিন্ধান্তটা নিয়েই ফেললেন আনচেলত্তি! https://www.sportsmirrorbd.com/archives/1270 https://www.sportsmirrorbd.com/archives/1270#respond Sun, 27 Apr 2025 15:14:21 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1270 ব্রাজিলে যাওয়ার সিন্ধান্তটা বোধ হয় এবার নিয়েই ফেললেন আনচেলত্তি। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমে দাবী করা হচ্ছিল, কোপা দেল রের ফাইনাল ম্যাচের ফলাফলের উপরই রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করছিল। মৌসূম জুড়েই ব্যর্থ এই ইতালিয়ান কোচ এদিনও ফলাফল নিজের পক্ষে আনতে পারেনি। তাতেই যেনো নতুন করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার উদ্রেক তৈরি হয়েছে আনচেলত্তির মাঝে। ম্যাচের পরে …

The post ব্রাজিলে যাওয়ার সিন্ধান্তটা নিয়েই ফেললেন আনচেলত্তি! appeared first on Sports Mirror BD.

]]>
ব্রাজিলে যাওয়ার সিন্ধান্তটা বোধ হয় এবার নিয়েই ফেললেন আনচেলত্তি। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমে দাবী করা হচ্ছিল, কোপা দেল রের ফাইনাল ম্যাচের ফলাফলের উপরই রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করছিল। মৌসূম জুড়েই ব্যর্থ এই ইতালিয়ান কোচ এদিনও ফলাফল নিজের পক্ষে আনতে পারেনি। তাতেই যেনো নতুন করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার উদ্রেক তৈরি হয়েছে আনচেলত্তির মাঝে। ম্যাচের পরে এবার অনেকটা বিদায়ের সূরই শোনালেন তিনি।

অনেকদিন ধরেই আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ বানানোর চেষ্টা করে যাচ্ছে সিবিএফ। দরিভাল জুনিয়রকে বহিষ্কারের পরে সেই গুঞ্জন আবারো জোড়ালো হয়েছে। সেই গুঞ্জনের মাঝেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আনচেলত্তি। বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আমি থাকতে পারি, আবার সরে যেতে পারি। এটা আজ নয়, আগামী কয়েক সপ্তাহের বিষয়।’

মৌসুম জুড়ে ব্যর্থতায় রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কিছুদিন আগে থেকেই। গুঞ্জন আছে রিয়ালের ভবিষ্যৎ কোচ হিসেবে জাবি আলোনসোকে দেখা যেতে পারে। অন্যদিকে, ব্রাজিলের গণমাধ্যমের দাবি, দরিভাল জুনিয়রের উত্তরসূরি হিসেবে আনচেলত্তিকেই প্রধান পছন্দ মনে করা হচ্ছে।

ইতোমধ্যেই নতুন কোচ নির্ধারণ করা নিয়ে ফুটবলারদের সঙ্গে বৈঠক করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেখানে বেশিরভাগ ফুটবলারদেরই প্রথম পছন্দ আনচেলত্তি। দেশটির সাবেক তারকারাও বলেছেন, যদি বিদেশি কোচই নিয়োগ দিতে চায় সিবিএফ, তাহলে যেনো আনচেলত্তিকেই নিয়োগ দেওয়া হয়।

এদিকে, এল ক্লাসিকো ঘিরে ম্যাচের আগেরদিন আলোচনার শীর্ষে ছিল রেফারি বিতর্ক। ম্যাচের আগে এক প্রেস কনফারেন্সে রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোচেয়া কেঁদেই ফেলেন। তিনি বলেন, তার ছেলে যখন স্কুলে যায়, তখন তাকে বলা হয় ‘তোমার বাবা চোর’, আর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে।

এই ইস্যুতে ম্যাচের পর আনচেলত্তির মন্তব্য চাইলে, তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করে বলেন, ‘না, রেফারি নিয়ে আমি কিছু বলতে চাই না।’

The post ব্রাজিলে যাওয়ার সিন্ধান্তটা নিয়েই ফেললেন আনচেলত্তি! appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1270/feed 0
দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ভিনিসিউস জুনিয়র https://www.sportsmirrorbd.com/archives/1255 https://www.sportsmirrorbd.com/archives/1255#respond Fri, 25 Apr 2025 10:09:19 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1255 এবার ফুটবল থেকে দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ভিনিসিউস জুনিয়র। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী স্বার্থের সংঘাত (Conflict of Interest) তৈরি করায় এমন শাস্তির মুখে পড়তে পারেন ভিনিসিউস। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা …

The post দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ভিনিসিউস জুনিয়র appeared first on Sports Mirror BD.

]]>
এবার ফুটবল থেকে দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ভিনিসিউস জুনিয়র। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী স্বার্থের সংঘাত (Conflict of Interest) তৈরি করায় এমন শাস্তির মুখে পড়তে পারেন ভিনিসিউস। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি। সর্বশেষ ব্যালন ডি’অরের আলোচনায় থাকলেও শেষ মুহুর্তে সেটা চলে যায় রদ্রি হার্নান্দেসের কাছে। ভিনিসিউস হয় প্রতিযোগিতাটির দ্বিতীয় স্থানে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৩১১ ম্যাচে মাঠে নেমে ১০৫টি গোল ও ৭৯টি অ্যাসিস্ট করেছেন ভিনি।

তবে মাঠের পারফরম্যান্সে যেমন ভিনি অনেক বেশি আলোচিত, তেমনি মাঠের বাইরের ঘটনায় সমালোচনাও কুড়িয়েছেন অনেক। বেশ কয়েকবার হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। এবার নতুন করে ফিফার তদন্তের মুখোমুখি হলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিউস জুনিয়রের বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক পেশাদার ফুটবল ক্লাবের নিবন্ধিত মালিক। যা ফিফার আন্তর্জাতিক ফুটবল নীতিমালার পরিপন্থী।

ঘটনার সুত্রপাত অবশ্য ভিনিসিউসের বাবা পরিচালিত সংস্থা অল এজেন্সি এসপোর্টিভোর সঙ্গে তার সম্পৃক্ততা থেকে। ওই সংস্থার অধীনেই রয়েছে দুটি ফুটবল ক্লাব। যার একটি ব্রাজিলের অ্যাথলেটিক ক্লাব ডি সাও জোয়াও দেল রেই। এবং আরেকটি পর্তুগালের ক্লাব আলভারকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৭ এপ্রিল টাইবেরিস হোল্ডিং ডো ব্রাজিল নামের একটি ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ফিফার এথিকস কমিটিতে ভিনিসিউসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, পেশাদার ফুটবলারদের পক্ষে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ক্লাবের মালিক হওয়া ফিফার নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ।

কোম্পানিটির অভিযোগে ফিফার আর্টিকেল ২০ এবং স্পেনের আর্টিকেল ২২- এর কথা উল্লেখ করা হয়েছে। যেখানে ফুটবল নৈতিকতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।

ফিফার আইন বলছে, তদন্তে যদি ভিনিসিউসকে দোষী সাব্যস্ত হন, তাহলে তাহলে ভিনিসিউসকে ক্লাবগুলোর মালিকানা ছেড়ে দিতে হতে পারে। অথবা সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

অবশ্য পেশাদার ফুটবলার থাকাকালীন সময়েই ক্লাবের মালিক হওয়ার বিষয়টি এটাই প্রথম নয়। এর আগেও খেলা চলাকালীন সময়েই ক্লাবের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, কিলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচরা।

The post দুই বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ভিনিসিউস জুনিয়র appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1255/feed 0
মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা https://www.sportsmirrorbd.com/archives/1225 https://www.sportsmirrorbd.com/archives/1225#respond Tue, 22 Apr 2025 07:06:59 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1225 হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ …

The post মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা appeared first on Sports Mirror BD.

]]>
হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ করে বাংলাদেশের পোস্টারবয় হামজা চৌধুরীর উপর।

ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হামজা চৌধুরীও। এসময় চিৎকার করতে দেখা যায় তাকে। এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে।

একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন মুহূর্তে মাঠে ঢোকার নিয়ন্ত্রণ আরও শক্ত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি নিয়ে ক্লাব ও ইএফএল তদন্ত শুরু করবে বলে জানা গেছে।

এদিকে বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজার শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ফিরতে এখন প্লে-অফ রাউন্ড খেলতে হবে তাদের। ৪ দলের নকআউট পদ্ধতির প্লে-অফ পর্ব থেকে একটি দল সুযোগ পাবে প্রিমিয়ার লিগে খেলার।

সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচই হেরেছে শেফিল্ড। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

The post মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1225/feed 0
শিরোপা থেকে মাত্র একধাপ দূরে লিভারপুল https://www.sportsmirrorbd.com/archives/968 https://www.sportsmirrorbd.com/archives/968#respond Mon, 21 Apr 2025 07:24:21 +0000 https://www.sportsmirrorbd.com/?p=968 লিভারপুলের শিরোপা জিততে আর দরকার মোটে দুটি জয়। কিন্তু পরের তিনটিই বিগ ম্যাচ; সুপার সিক্সে থাকা টটেনহাম, আর্সেনাল এবং চেলসি। তাই লেস্টারের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার দরকার ছিল ভীষণভাবে। কিন্তু ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে। ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে এলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার একমাত্র গোলেই জয় লিভারপুলের। অথচ চলতি মৌসুমেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে …

The post শিরোপা থেকে মাত্র একধাপ দূরে লিভারপুল appeared first on Sports Mirror BD.

]]>
লিভারপুলের শিরোপা জিততে আর দরকার মোটে দুটি জয়। কিন্তু পরের তিনটিই বিগ ম্যাচ; সুপার সিক্সে থাকা টটেনহাম, আর্সেনাল এবং চেলসি। তাই লেস্টারের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার দরকার ছিল ভীষণভাবে। কিন্তু ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে। ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে এলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার একমাত্র গোলেই জয় লিভারপুলের।

অথচ চলতি মৌসুমেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। গুঞ্জন আছে অলরেডদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্রি ট্রান্সফারে স্পেন জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি। আর্নল্ডের এমন সিদ্ধান্তটা মানতে খানিক কষ্টই হচ্ছিল লিভারপুল ভক্তদের। এরই মধ্যে আবার ইনজুরির থাবায় পড়েন তিনি। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেই অলরেডদের হতাশা দূর করে দিলেন।

ম্যাচের ৭১ মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই বাঁ পায়ের শটে গোল পেয়ে যান লিভারপুল ডিফেন্ডার। গোলটা হতে পারতো সালাহ কিংবা ডিয়েগো জোটার। কিন্তু জটলার মাঝে গোল পাননি কেউই। আর ফাঁকায় বল পেয়ে ডেডলক ভাঙ্গেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। গোলের পর বুনো উদ্‌যাপনে মেতে শার্ট খুলে হলুদ কার্ডও দেখেছেন এই ডিফেন্ডার।

কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা থেকে এখন মাত্র একহাত দূরে লিভারপুল। এখন নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে জিতলেই লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। অবশ্য ২৪ তারিখ ক্রিস্টাল প্যালেস যদি আর্সেনালকে হারিয়ে দেয়, তবে সেদিনই শিরোপা উৎসব করতে পারবে আর্নে স্লটের শিষ্যরা।

লিভারপুলের সর্বশেষ জয়ে অবনমিত হয়ে গেছে লেস্টার সিটি। আগামী মৌসুমে তারা খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। ৩৩তম ম্যাচে ২৩ হারের স্বাদ পাওয়া লেস্টারের পয়েন্ট ১৮। অবনমনে সাউদাম্পটনের সঙ্গী হলো লেস্টার। তৃতীয় দল হিসেবে রেলিগেশন হতে পারে ইপসউইচ টাউন। ৩৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটি।

The post শিরোপা থেকে মাত্র একধাপ দূরে লিভারপুল appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/968/feed 0
হাতছোঁয়া দূরত্বে বায়ার্নের শিরোপা-উৎসব https://www.sportsmirrorbd.com/archives/730 https://www.sportsmirrorbd.com/archives/730#respond Sun, 20 Apr 2025 17:50:59 +0000 https://www.sportsmirrorbd.com/?p=730 গত মৌসুমে বায়ার্নের ১১ বছরের ধারাবাহিকতায় ছেদ টেনে শিরোপা জিতেছিল বায়ার লেভারকুসেন। সেটা একটু যেন বেশিই আত্মসম্মানে লেগেছিল বায়ার্নের। তাই পরের মৌসুমেই ঘুরে দাঁড়াল তারা। শিরোপা জয়ের পথে ছাড়িয়ে গেল সবাইকে। জার্মান বুন্দেসলিগার ৩৪তম শিরোপা জয় থেকে মাত্র হাতছোঁয়া দূরত্বে রয়েছে জার্মানির ক্লাবটি । শনিবার রাতে তলানির দিকের দল এফসি হেইডেনহেইমকে নিয়ে ছেলেখেলা করে সেই …

The post হাতছোঁয়া দূরত্বে বায়ার্নের শিরোপা-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
গত মৌসুমে বায়ার্নের ১১ বছরের ধারাবাহিকতায় ছেদ টেনে শিরোপা জিতেছিল বায়ার লেভারকুসেন। সেটা একটু যেন বেশিই আত্মসম্মানে লেগেছিল বায়ার্নের। তাই পরের মৌসুমেই ঘুরে দাঁড়াল তারা। শিরোপা জয়ের পথে ছাড়িয়ে গেল সবাইকে। জার্মান বুন্দেসলিগার ৩৪তম শিরোপা জয় থেকে মাত্র হাতছোঁয়া দূরত্বে রয়েছে জার্মানির ক্লাবটি ।

শনিবার রাতে তলানির দিকের দল এফসি হেইডেনহেইমকে নিয়ে ছেলেখেলা করে সেই পথ সুগম করেছে হ্যারি কেইনরা। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

এই জয়ের ফলে ৩০ ম্যাচে নিজেদের নামের পাশে ৭২ পয়েন্ট যুক্ত করল বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ৬৩। চলতি মৌসুমের চ্যাম্পিয়নদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান তৈরি করল বায়ার্ন মিউনিখ। যদিও লেভারকুসেন খেলেছে ২৯ ম্যাচ।

রোববার রাতে তারা মুখোমুখি হয়েছে সেন্ট পাওলির। এ ম্যাচ জিতলেও বায়ার্নকে ছোঁয়ার সাধ্য নেই তাদের। তবে যদি লেভারকুসেন হেরে যায়, তাহলে পরের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন বায়ার্ন। আর যদি লেভারকুসেন জিতে যায়, তাহলে বায়ার্নের শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন আরও দুটি জয়। লিগে বাকি আছে আর মাত্র চার রাউন্ড ম্যাচ।

হেইডেনহেইমের মাঠে গিয়ে ৩৬ মিনিটের মধ্যেই ০-৩ গোলে এগিয়ে যায় বায়ার্ন। যার মধ্যে একটি গোল ছিল হ্যারি কেইনের। ইংলিশ এই তারকা আরও গোল পেতে পারতেন। তবে ৫৬তম মিনিটে শেষ গোল করার পর স্বাগতিকদের জালে আর বল জড়াতে পারেনি ভাবারিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বায়ার্ন। সফলতা পেতে সময় লাগেনি। ম্যাচের ১৩ মিনিটেই গোলের সূচনা করেন হ্যারি কেইন। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড ল্যাইমার। ম্যাচের ৩৬তম মিনিটে কিংসলে কোম্যান তৃতীয় গোল করেন। ৫৬তম মিনিটে চতুর্থ গোলটি করেন জসুয়া কিমিচ।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমি জানি এখন সবাই বলবে যে, বায়ার্নের জন্য এখানে এভাবে জেতা তো স্বাভাবিক। কিন্তু আমি জানি, যদি আপনি হেইডেনহেইমের শেষ ম্যাচগুলো দেখে থাকেন, যেমন বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা। তাহলে দেখবেন প্রতিপক্ষের জন্য সেটা কতটা কঠিন ছিল। আমি জানতাম যে জয়টা সহজ হবে না।’

The post হাতছোঁয়া দূরত্বে বায়ার্নের শিরোপা-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/730/feed 0