বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা

আগামীকাল বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনা – ইন্টার মিলানের হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু একদিন আগেই শঙ্কা তৈরি হয়েছে সেই ম্যাচ নিয়ে। মূলত স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। যে কারণে বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গতকাল সোমবার থেকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে স্পেন ও পর্তুগালে। অচল হয়ে পড়েছে গণপরিবহন। যে কারণে সৃষ্টি হয়েছে বিশাল যানজট, বিলম্বিত হয়েছে ফ্লাইটও। বাধাগ্রস্ত হয়েছে হাসপাতাল, ট্রেন ও অন্যান্য পরিষেবাও। বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিমান যাত্রাও প্রভাবিত হওয়ায় বার্সেলোনা ও ইন্টারের ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেলে ইন্টার মিলানের স্পেনে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ফ্লাইট স্বাভাবিক নাহলে ইন্টার মিলান কিভাবে স্পেন যাবে, সেটা এখনো নিশ্চিত নয়।

এদিকে, গতকাল সোমবার বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা ছিল উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে। কিন্তু বিমান চলাচল ব্যাহত হওয়ায় দুপুরের আগে কোনো ফ্লাইট ধরতে পারেননি তিনি।

অন্যদিকে, এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে টেনিসেও। সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় সেটের সময় স্থগিত হয়ে গেছে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ। যখন স্থগিত হয়, তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন দিমিত্রভ।

পরে বাধ্য হয়ে দিনের অন্য ম্যাচগুলোও স্থগিত করার ঘোষণা দিয়েছে আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button