বিসিবি সভাপতির পদত্যাগে ৩৬ ঘন্টার আল্টিমেটাম

গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনার শীর্ষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির একাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে এক বিবৃতি দিয়ে বোর্ডের পক্ষ থেকে সেটা অস্বীকার করে ২১৮ কোটি টাকার ব্যাখ্যা দেওয়া হয়। তবে এবার বিভিন্ন ঘটনা নিয়ে ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব। ফারুক আহমেদের পদত্যাগের জন্য ৩৬ ঘন্টার সময় বেধে দিয়েছেন তিনি।