ওয়াসিম আকরাম-চামিন্দা ভাসকে ছাড়িয়ে গেলেন তাইজুল

বাংলাদেশের টেস্ট দলে এখন বোলিংয়ে অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। সিলেটেই এই স্পিনারের সামনে সুযোগ ছিল পাকিস্তানের ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরাম আর শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু সিলেটে নিজের ছাঁয়া হয়েই ছিলেন তাইজুল। তবে চট্টগ্রামে আর কোনো অপেক্ষা নয়, প্রথম দিনেই ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরামকে। আর দ্বিতীয় দিনে পেছনে ফেলেছেন চামিন্দা ভাসকে।
জিম্বাবুয়ের বিপক্ষে নামের পাশে ৪৩ উইকেট নিয়ে সিলেট টেস্ট শেষ করেছিলেন তাইজুল। এতে রোডেশিয়ানদের বিপক্ষে উইকেট শিকারে টাইগার এই স্পিনারের অবস্থান ছিল পঞ্চম স্থানে। চট্টগ্রামে প্রথম দিনে পাঁচ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, তিন নম্বরে এনেছিলেন তাইজুল। পেছনে ফেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট শিকার করা ওয়াসিম আকরামকে।
১৫ টেস্টে ২৬ ইনিংসে ৪৮ উইকেট নিয়ে যৌথভাবে তালিকার তিন নম্বরে ছিলেন চামিন্দা ভাস। তবে সেসবের আর কোনো সুযোগ রাখলেন না তাইজুল। আজ সকালে জিম্বাবুয়ের শেষ উইকেটটিও তুলে নিয়েছেন তিনি। এতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ টেস্টে ১৫ ইনিংসে ৪৯টি উইকেট নিয়ে এককভাবে তিন নম্বরে অবস্থান করছেন। চারে নেমে গেছেন চামিন্দা ভাস।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন আরেক লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। আর দুইয়ে আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস। রোডেশিয়ানদের বিপক্ষে ১১ টেস্টে ২০ ইনিংসে তার শিকার ৬২ উইকেট।
ওয়াসিম আকরামকে আরও একটি জায়গায় পেছনে ফেলে, ওয়াকার ইউনিসকে ছূঁয়েছেন তাইজুল। গতকাল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এর আগে ওয়াসিম আকরাম এই কীর্তি গড়েছিলেন চারবার। আর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার এই কীর্তি আছে ওয়াকার ইউনিসের। তার সঙ্গে যৌথভাবে এখন দুইয়ে আছেন তাইজুল। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন। দ্বিতীয় ইনিংসে তাইজুলের সুযোগ আছে মুরালিধরনকেও ছুঁয়ে ফেলার।