ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক

প্রায় তিন যুগ হলো ক্রিকেট খেলছে বাংলাদেশ। ২২ গজের লম্বা এই সময়ে লম্বা হয়েছে বাংলাদেশের পরিসংখ্যানও। অনেক ক্রিকেটারই লাল-সবুজের জার্সিকে প্রতিনিধিত্ব করে বিদায় নিয়েছেন। আবার নতুন কুড়ি এসে সেই জায়গা দখল করছেন। তবে পরিসংখ্যানে কি নতুনরা এখনো জায়গা করে নিতে পেরেছেন? ধারবাহিক প্রতিবেদনে বাংলাদেশের ক্রিকেটারদের পরিসংখ্যান তুলে ধরার আয়োজন করেছে স্পোর্টস মিরর বিডি। প্রথম প্রতিবেদনে থাকছে- ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক এর নাম।
ওয়ানডের রঙিন পোষাককেই বলা হয় বাংলাদেশের প্রিয় ফরম্যাট। টাইগারদের যতটুকুই সাফল্য, সেটাও এসেছে ক্রিকেটের একদিনের এই সংষ্করণেই। ক্রিকেটারদের রেকর্ডও তাই ভারি ওয়ানডে ক্রিকেটেই। বিশেষ করে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের সময়ই ছিলো সেরা সময়। যদিও বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আসেনি তাদের সময়, তবুও পরিসংখ্যানে এগিয়ে তারাই।
তামিম ইকবাল
সবার উপরের নামটা দেশসেরা ওপেনার তামিম ইকবালের। লাল-সবুজের জার্সিতে একদিনের ম্যাচ খেলেছেন ২৪৩টি। এর মধ্যে ব্যাটহাতে মাঠে নেমেছেন ২৪০ ইনিংসে। ব্যাটহাতে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে করেছেন ৮ হাজার ৩৫৭ রান। নামের পাশে যোগ করেছেন সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি আর ৫৬টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রানের ইনিংস ১৫৮। ৩৬.৬৫ গড় আর স্ট্রাইকরেট ৭৮.৫২।
মুশফিকুর রহিম
দ্বিতীয় নামটা মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ২৫৬ ইনিংসে ব্যাটহাতে করেছেন ৭ হাজার ৭৯৫ রান। ৯ সেঞ্চুরির সঙ্গে ৪৯টি হাফসেঞ্চুরি করেছেন মুশি। গড় ৩৬.৪২ আর স্ট্রাইকরেট ৭৯.৭০।
সাকিব আল হাসান
তালিকার তৃতীয় নামটা অলরাউন্ডার সাকিব আল হাসানের। লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত ২৪৭টি ওয়ানডে খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এর মধ্যে ২৩৪ ইনিংসে ব্যাটহাতে করেছেন ৭ হাজনর ৫৭০ রান। নামের পাশে লিখেছেন ৯টি সেঞ্চুরি আর ৫৬টি হাফসেঞ্চুরি। গড় ৩৭.২৯ আর স্ট্রাইকরেট ৮২.৮৪।
মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশের জার্সিতে ২৩৯ ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদ আছেন তালিকার চার নম্বরে। ক’দিন আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ ২০৯ ইনিংসে ব্যাটহাতে করেছেন ৫ হাজার ৬৮৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে চারটি সেঞ্চুরি করেছেন মি. সাইলেন্ট কিলার। যার দু’টিই এসেছে বিশ্বমঞ্চে। সেই সঙ্গে হাফসেঞ্চুরি করেছেন ৩২টি। ৩৬.৪৬ গড় আর স্ট্রাইকরেট ৭৭.৬৪।
মোহাম্মদ আশরাফুল
ওয়ানডের রঙিন পোশাকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বর নামটা মোহাম্মদ আশরাফুলের। অমিত সম্ভাবনাময়ী এক ব্যাটার ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু সম্ভাবনার শুরুতেই শেষ হয়ে যায় ক্যারিয়ার। বাংলাদেশের জার্সিতে ১৭৫টি ম্যাচ খেলতে পেরেছেন এই ওপেনার। এরমধ্যে ১৬৮ ইনিংসে ব্যাটহাতে করেছেন ৩ হাজার ৪৬৮। দেশের সর্বকনিষ্ট এই সেঞ্চুরি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ৩ বার। হাফসেঞ্চুরি করেছেন ২০টি। গড় ২২.৩৭ আর স্ট্রাইকরেট ৭০.১১।