বিসিবির নির্বাচক প্যানেলে যোগ হচ্ছে নতুন মূখ!

বিসিবির নির্বাচক প্যানেলে যোগ হচ্ছে নতুন মূখ! বয়স ভিত্তিক দল থেকে শুরু এরপর দায়িত্ব পালন করেছেন জাতীয় দলেরও। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। এরপরই বেছে নেন অন্য ক্যারিয়ার; নাম লেখান কোচিং পেশায়।
চলতি বছরের ফেব্রুয়ার মাসে আনুষ্ঠানিকভাবে বিসিবির নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন হান্নান সরকার। তবে ক্রিকেটের ভেতরই থেকেছেন সাবেক এই ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দায়িত্ব নেন আবাহনীর প্রধান কোচের। বাজিমাতও করেছেন তিনি। শিরোপা জিতিয়েছেন দলকে।
হান্নান সরকারের দায়িত্ব ছাড়ায় ফাঁকা হয়েছে জাতীয় দলের নির্বাচক প্যানেলের একটি পদ। এখনো পর্যন্ত সেখানে কোনো নির্বাচককে নিয়োগ দেয়নি বিসিবি। গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ এই দু’জন মিলেই গেল তিন মাস ধরে দায়িত্ব পালন করেছন সিলেক্টরের।
তবে এবার সেই জায়গা পূরণ করতে চায় বিসিবি। হান্নান সরকারের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে বোর্ড। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানিয়েছেন, নতুন আরেকজন সিলেক্টর যুক্ত করতে চায় বিসিবি।
তবে সেই জায়গায় কাকে নেওয়া হবে সেটি জানাননি নাজমুল আবেদীন ফাহিম। অবশ্য আলোচনায় রয়েছে বেশ কয়েকটি নাম। তবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হন বাংলাদেশ দলের নতুন নির্বাচক।