বাংলাদেশের পাত্তাই পেলো না নিউজিল্যান্ড

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে আজ সোমবার মাঠে নেমেছিল দুই দল। তবে এদিন বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না নিউজিল্যান্ড। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। নুরুল হাসান সোহানের দল জয় তুলে নিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
সিলেটে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে পারে নিউজিল্যান্ড ‘এ’ দল। জবাব দিতে নেমে ২২.৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে কিউইরা। খালেদ আহমেদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেনদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড ‘এ’ দল। পুরো দলের মধ্যে ৫ ব্যাটার ফিরেছেন ডাক মেরে। ওপেনার মারিউ এবং আটে নামা ফক্সক্রফট ছাড়া আর কেউই দুই অংকের ঘরেই যেতে পারেননি। ৮- এ নামা ফক্সক্রফট খেলেছেন ৭২ রানের ইনিংস। তাতেই দেড়শ ছোঁয়া স্কোর দাঁড়ায় তাদের।
বাংলাদেশের হয়ে ৩টি করে শিকার ধরেছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। ২ উইকেট শিকার শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পারভেজ হোসেন ইমন। তবে ১২ বলে ২৪ রান করেই বিদায় নেন তিনি৷ এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তিনি ফেরেন ২০ বল থেকে ১৮ রান করে।
এরপর এনামুল হক বিজয় আর মাহিদুল ইসলাম অঙ্কন রানের চাকা সচল রাখেন। তৃতীয় উইকেটে জুটিতে এই দুইজন স্কোরবোর্ডে যোগ করেন ৫৫ রান। বিজয় ৪৫ বলে ৩৮ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।
তবে এরপর আর কোনো উইকেট পড়তে দেননি অধিনায়ক নুরুল হাসান সোহান আর মাহিদুল ইসলাম অঙ্কন। সোহানকে সাথে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি অপরাজিত ছিলেন ৬১ বলে ৪২ রানে। আর সোহানের ব্যাট থেকে আসে ২৬ বলে ২০ রান।
বোলিংয়ে আগ্রসন দেখিয়ে ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেসার খালেদ আহমেদ।