ক্রিকেট – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Tue, 29 Apr 2025 16:05:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://www.sportsmirrorbd.com/wp-content/uploads/2025/04/cropped-Favicon-01-1-32x32.png ক্রিকেট – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com 32 32 বাংলাদেশের স্বপ্নের শুরু আর বিষাদের শেষ https://www.sportsmirrorbd.com/archives/1299 https://www.sportsmirrorbd.com/archives/1299#respond Tue, 29 Apr 2025 16:05:51 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1299 বাংলাদেশ দিনের শুরুটা করেছিল স্বপ্নের মতো। দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফিরিয়ে শুরু করেন তাইজুল ইসলাম। অসুস্থ ব্যাটিংয়ের নিরাময় হিসেবে এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছিল বিসিবি। সেটা এন্টিবায়োটিকের মতোই কাজ করেছে। লম্বা সময় ধরেই ধুকতে থাকা টপঅর্ডার ব্যাটাররা উপহার দিলো স্বস্তির ব্যাটিং। আড়াই বছর পরে শতরানের উদ্বোধনী জুটি উপহার দেন বিজয় আর সাদমান। এই দুজনের ব্যাটিংয়ে …

The post বাংলাদেশের স্বপ্নের শুরু আর বিষাদের শেষ appeared first on Sports Mirror BD.

]]>
বাংলাদেশ দিনের শুরুটা করেছিল স্বপ্নের মতো। দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফিরিয়ে শুরু করেন তাইজুল ইসলাম। অসুস্থ ব্যাটিংয়ের নিরাময় হিসেবে এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছিল বিসিবি। সেটা এন্টিবায়োটিকের মতোই কাজ করেছে। লম্বা সময় ধরেই ধুকতে থাকা টপঅর্ডার ব্যাটাররা উপহার দিলো স্বস্তির ব্যাটিং। আড়াই বছর পরে শতরানের উদ্বোধনী জুটি উপহার দেন বিজয় আর সাদমান। এই দুজনের ব্যাটিংয়ে দিনের শুরুটা যতটা স্বপ্নের মতো হয়েছে শেষটা হয়েছে ঠিক ততটাই বিষাদে মাখা। শেষ বিকেলে ২০ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এতে লিড নিলেও স্বস্তিতে নেই টাইগাররা।

দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছে বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ৬৪ রানের। অপরাজিত আছেন দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ (৩৭ বলে ১৬) আর তাইজুল ইসলাম (১১ বলে ৫)। তৃতীয় দিনে লিডটা আরো বড় করাই লক্ষ্য থাকবে তাদের। বিশেষ করে মিরাজের উপর।

বাংলাদেশের এই বড় স্কোরের নায়ক অবশ্য ওপেনার সাদমান ইসলাম। দীর্ঘ চার বছর পরে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ২০২১ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন সাদমান। প্রায় চার বছর পরে একই দলের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১২০ রান করলেন তিনি। সাদমানের ১৮১ বলের ইনিংসটি সাঁজানো ছিল ১৬ চার ও ১টি ছক্কায়। ২২ ম্যাচের ক্যারিয়ারে এক ইনিংসে এটিই সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড।

৯ উইকেট হারিয়ে ২২৭ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে এদিন আর কোনো রান যোগ করতে পারেনি স্কোরবোর্ড। দিনের প্রথম বলেই তাদের লেজ কেটে দেন তাইজুল ইসলাম। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটাও ভালেই করেছিলেন দুই ওপেনার। বিজয় আর সাদমান মিলে গড়েছিলেন ১১৮ রানের উদ্বোধনী জুটি। ২০২২ সালের পর এই প্রথম উদ্বোধনী জুটিতে ১০০ পেরোয় বাংলাদেশ। প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও ব্যক্তিগত পঞ্চাশের আগেই ফিরেছেন বিজয়। তিনি ফিরলেই ভাঙে সেই জুটি।

শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনারকে খুব একটা ভুগতে হয়নি জিম্বাবুয়ের বোলিং আক্রমণের সামনে। সাদমান ইসলাম ফিফটি পেয়েছিলেন লাঞ্চের আগেই। শুরু থেকেই ছিলেন সাবলীল। নিয়মিত বিরতিতে আসছিল বাউন্ডারি। শেষ পর্যন্ত ১৪২ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। সেটা ২০২১ সালের জুলাইয়ে হারারেতে।

সাদমানের সঙ্গে মুমিনুলের জুটিটাও জমে যাচ্ছিল। দুজনে মিলে গড়েছিলেন ৭৬ রানের জুটি। তবে পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। চা বিরতির আগমুহূর্তে মাসাকাদজার বলে অপ্রয়োজনীয় স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। পরের ওভারের প্রথম বলেই রায়ান বেনেট এলবিডব্লু করেন সেঞ্চুরিয়ান সাদমানকে (১২০)।

এরপর ৬৫ রানের জুটি গড়েন শান্ত-মুশফিক। দলীয় ২৫৯ রানে শান্ত’র (২৩) বিদায়ে সেই জুটি ভাঙে। তখনই শুরু হয় স্বাগতিকদের ব্যাটিং ধস। ২৫৯/৩ থেকে অল্প সময়ের ব্যবধানেই স্কোরবোর্ড রূপ নেয় ২৭৯/৭ এ। রানখরার জন্য সাম্প্রতিক সময়ে সমালোচিত মুশফিক ৪০ রানে ফেরেন দুর্ভাগ্যের রানআউটে।

এ ছাড়া জাকের আলি ৫ এবং নাঈম হাসান ৩ রান করে ফিরলে বড় শঙ্কায় পড়ে টাইগাররা। তবে মিরাজ-তাইজুল দিনের বাকি কয়েক ওভার নিশ্চিন্তে পার করেছেন। জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মাসেকেসা।

The post বাংলাদেশের স্বপ্নের শুরু আর বিষাদের শেষ appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1299/feed 0
ওয়াসিম আকরাম-চামিন্দা ভাসকে ছাড়িয়ে গেলেন তাইজুল https://www.sportsmirrorbd.com/archives/1296 https://www.sportsmirrorbd.com/archives/1296#respond Tue, 29 Apr 2025 08:44:22 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1296 বাংলাদেশের টেস্ট দলে এখন বোলিংয়ে অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। সিলেটেই এই স্পিনারের সামনে সুযোগ ছিল পাকিস্তানের ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরাম আর শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু সিলেটে নিজের ছাঁয়া হয়েই ছিলেন তাইজুল। তবে চট্টগ্রামে আর কোনো অপেক্ষা নয়, প্রথম দিনেই ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরামকে। আর দ্বিতীয় দিনে পেছনে ফেলেছেন চামিন্দা …

The post ওয়াসিম আকরাম-চামিন্দা ভাসকে ছাড়িয়ে গেলেন তাইজুল appeared first on Sports Mirror BD.

]]>
বাংলাদেশের টেস্ট দলে এখন বোলিংয়ে অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। সিলেটেই এই স্পিনারের সামনে সুযোগ ছিল পাকিস্তানের ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরাম আর শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু সিলেটে নিজের ছাঁয়া হয়েই ছিলেন তাইজুল। তবে চট্টগ্রামে আর কোনো অপেক্ষা নয়, প্রথম দিনেই ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরামকে। আর দ্বিতীয় দিনে পেছনে ফেলেছেন চামিন্দা ভাসকে।

জিম্বাবুয়ের বিপক্ষে নামের পাশে ৪৩ উইকেট নিয়ে সিলেট টেস্ট শেষ করেছিলেন তাইজুল। এতে রোডেশিয়ানদের বিপক্ষে উইকেট শিকারে টাইগার এই স্পিনারের অবস্থান ছিল পঞ্চম স্থানে। চট্টগ্রামে প্রথম দিনে পাঁচ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, তিন নম্বরে এনেছিলেন তাইজুল। পেছনে ফেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট শিকার করা ওয়াসিম আকরামকে।

১৫ টেস্টে ২৬ ইনিংসে ৪৮ উইকেট নিয়ে যৌথভাবে তালিকার তিন নম্বরে ছিলেন চামিন্দা ভাস। তবে সেসবের আর কোনো সুযোগ রাখলেন না তাইজুল। আজ সকালে জিম্বাবুয়ের শেষ উইকেটটিও তুলে নিয়েছেন তিনি। এতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ টেস্টে ১৫ ইনিংসে ৪৯টি উইকেট নিয়ে এককভাবে তিন নম্বরে অবস্থান করছেন। চারে নেমে গেছেন চামিন্দা ভাস।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন আরেক লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। আর দুইয়ে আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস। রোডেশিয়ানদের বিপক্ষে ১১ টেস্টে ২০ ইনিংসে তার শিকার ৬২ উইকেট।

ওয়াসিম আকরামকে আরও একটি জায়গায় পেছনে ফেলে, ওয়াকার ইউনিসকে ছূঁয়েছেন তাইজুল। গতকাল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এর আগে ওয়াসিম আকরাম এই কীর্তি গড়েছিলেন চারবার। আর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার এই কীর্তি আছে ওয়াকার ইউনিসের। তার সঙ্গে যৌথভাবে এখন দুইয়ে আছেন তাইজুল। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন। দ্বিতীয় ইনিংসে তাইজুলের সুযোগ আছে মুরালিধরনকেও ছুঁয়ে ফেলার।

The post ওয়াসিম আকরাম-চামিন্দা ভাসকে ছাড়িয়ে গেলেন তাইজুল appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1296/feed 0
দ্বিতীয় টেস্টে যে স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ https://www.sportsmirrorbd.com/archives/1273 https://www.sportsmirrorbd.com/archives/1273#respond Sun, 27 Apr 2025 17:57:06 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1273 সিলেটে ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরে বসেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট এখন তাই নাজমুল হোসেন শান্তর দলের জন্য সম্মান রক্ষার লড়াই। হারলেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে। আগামীকাল সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এবারও ম্যাচটি …

The post দ্বিতীয় টেস্টে যে স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ appeared first on Sports Mirror BD.

]]>
সিলেটে ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরে বসেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট এখন তাই নাজমুল হোসেন শান্তর দলের জন্য সম্মান রক্ষার লড়াই। হারলেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে। আগামীকাল সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এবারও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি।

সব ঠিকঠাক থাকলে প্রায় তিন বছর পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সাদা পোষাকে মাঠে নামবেন ওপেনার এনামুল হক বিজয়। টপঅর্ডারের ব্যর্থতার মেডিসিন হিসেবেই স্কোয়াডে ডাকা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। পাঁচ টেস্ট খেলা বিজয় ৩২ বছর বয়সে ক্যারিয়ারের নতুন শুরু করবেন জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে।

সিলেট টেস্টের একাদশ থেকে চট্টগ্রামে বাংলাদেশের একাদশে পরিবর্তন স্রেফ এই একটিই নয়। নাহিদ রানা চলে গেছেন পাকিস্তান সুপার লিগে খেলতে। তার জায়গায় সাদা পোষাকে অভিষেকের অপেক্ষায় পেসার তানজিম হাসান সাকিব। নাহিদ রানার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন একজন স্পিনার। এখন একাদশেও একজন বাড়তি স্পিনার নেওয়া হবে নাকি তিন পেসারই থাকবে সেই কৌতূহল জিইয়েই রাখলেন প্রধান কোচ ফিল সিমন্স।

ম্যাচের আগে আজ রবিবার সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘তিন পেসার দুই স্পিনারের একদশ হতে পারে, আবার দুই পেসার তিন স্পিনারও হতে পারে। দুটির যে কোনোটি হতে পারে। আপনাকে সুনির্দিষ্ট করে বলতে পারব না। অবশ্যই আমাদের ভাবনায় আছে, তবে চূড়ান্ত সিদ্ধানত নেব আজকে পরে।’

অবশ্য বাংলাদেশের বোলিং আক্রমণের ধারণা পাওয়া গেলো সিমন্সের পরের কথাতেই। চট্টগ্রামের উইকেট নিয়ে তিনি বলেন, ‘উইকেট খুবই ভালো মনে হচ্ছে। বেশ শক্ত, মসৃণ এবং কিছুটা শুষ্ক। ম্যাচের পরের দিকে কিছুটা টার্ন আশা করতে পারি, যা আমাদের জন্য সুবিধাজনক হতে পারে।’

টার্নের সুবিধা কাজে লাগাতে যে স্পিনারদের ওপর নির্ভর করবে দল, এটা আর বলার অপেক্ষা রাখে না। যেটা আরো স্পষ্ট করেছিল পেসারের পরিবর্তে স্কোয়াডে একজন স্পিনার নেওয়াতেই। সেক্ষেত্রে দুই পেসার আর তিন স্পিনারের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এখন প্রশ্ন হলো সেই তৃতীয় স্পিনারটি কে? সেটা অফস্পিনার নাঈম হাসান হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে বেন কারান, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসের মতো বাঁহাতিদের জন্য চট্টগ্রামের এই অফ স্পিনারকেই হয়তো বেছে নিবেন সিমন্স। তাইজুল ইসলাম সিলেট টেস্টে প্রত্যাশিত চেহারায় না থাকলেও তার বাদ পড়ার সম্ভাবনা না বললেই চলে।

বাংলাদেশ দুই পেসার নিয়ে খেললেও পেস আক্রমণে পরিবর্তন আসতে পারে একটি। নাহিদ রানা না থাকায় দলের স্কিলফুল বোলার হিসেবে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনা তেমন একটা নেই। তবে সৈয়দ খালেদ আহমেদের বদলে টেস্ট অভিষেক হতে পারে তানজিম হাসান সাকিবের। নাহিদ রানার গতির অভাব তিনি পুষিয়ে দিতে পারবেন না বটে, তবে গতি তারও খারাপ নয়।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাঈম হাসান।

The post দ্বিতীয় টেস্টে যে স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1273/feed 0
আবারো নিষিদ্ধ তাওহীদ হৃদয় : খেলতে পারবেন না ফাইনাল https://www.sportsmirrorbd.com/archives/1267 https://www.sportsmirrorbd.com/archives/1267#respond Sat, 26 Apr 2025 20:05:42 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1267 ডিপিএলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। কম জলঘোলা হয়নি তার নিষেধাজ্ঞা নিয়ে। প্রথমে এক ম্যাচের শাস্তি থেকে বাড়িয়ে করা হয়েছিল দুই ম্যাচ। এরপর আবারো কমিয়ে আনা হয় এক ম্যাচে। তখনই হৃদয়ের শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর আবারো দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলে …

The post আবারো নিষিদ্ধ তাওহীদ হৃদয় : খেলতে পারবেন না ফাইনাল appeared first on Sports Mirror BD.

]]>
ডিপিএলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। কম জলঘোলা হয়নি তার নিষেধাজ্ঞা নিয়ে। প্রথমে এক ম্যাচের শাস্তি থেকে বাড়িয়ে করা হয়েছিল দুই ম্যাচ। এরপর আবারো কমিয়ে আনা হয় এক ম্যাচে। তখনই হৃদয়ের শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর আবারো দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলে এই নিয়ে ক্রিকেটাররা একদফা বৈঠক করেন বিসিবি সভাপতির সঙ্গে। সেখান থেকেই সিদ্ধান্ত আসে, হৃদয়ের শাস্তি বহাল থাকছে। তবে তা কার্যকর হবে ডিপিএলের আগামী মৌসুমে।

এ ঘটনা যখন আলোচনায় তখন আবারো নতুন করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। আবারো আম্পায়ারের সঙ্গে অসাদাচরণ করায় ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তাওহীদ হৃদয়। ফলে ডিপিএলের অলিখিত ফাইনালে আবাহনীর বিপক্ষে খেলা হচ্ছে না তার।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে। গাজী গ্রুপের লেগস্পিনার ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরে পিচ করা বলে তাওহীদ হৃদয় ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডিংয়ে থাকা গাজী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরেই হৃদয় পিচ নিয়ে আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন।

এ ঘটনার কারনে তাওহীদ হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ শেষে শুনানেত অংশ না নেওয়ায় এ বিষয়ে চূরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মৌসূমে এ নিয়ে ৮টি ডিমেরিট পয়েন্ট যোগ হলো তাওহীদ হৃদয়ের নামের পাশে। ফলে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন তিনি। যে কারনে আবাহনীর বিপক্ষে এবারের আসরে ডিপিএলের অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না মোহামেডান অধিনায়কের।

হৃদয়ের শাস্তির বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হৃদয়। সবমিলিয়ে এবারের আসরে আট ডিমেরিট পয়েন্ট তাওহীদ হৃদয়ের। যার অর্থ, ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে। এছাড়া ম্যাচ শেষে ডিমেরিট পয়েন্ট নিয়ে শুনানিতে অংশ না নেয়ায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে।’

নিয়ম অনুযায়ী তাই, মঙ্গলবারের অলিখিত ফাইনালে মোহামেডানের জার্সিতে খেলা হবে না হৃদয়ের।

এদিকে আগামী মঙ্গলবার সুপার লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনী-মোহামেডান। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে ডিপিএলের এবারের আসরের শিরোপা। পয়েন্ট টেবিলের হিসেব বলছে, ম্যাচটি মোহামেডান জিতলে দুই দলের সমান পয়েন্ট হবে। তবে, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতেই উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

The post আবারো নিষিদ্ধ তাওহীদ হৃদয় : খেলতে পারবেন না ফাইনাল appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1267/feed 0
ফারুক আহমেদের বিরুদ্ধে টাকা সরানোর অভিযোগ : ব্যাখ্যা দিলো বিসিবি https://www.sportsmirrorbd.com/archives/1264 https://www.sportsmirrorbd.com/archives/1264#respond Sat, 26 Apr 2025 10:17:10 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1264 পরিবর্তিত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচিত হয়ে আসছেন তিনি। সর্বশেষ কয়েক দিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। অভিযোগে বলা হয়, বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই এই টাকা সরিয়ে নিয়েছেন তিনি। আজ অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে এসব …

The post ফারুক আহমেদের বিরুদ্ধে টাকা সরানোর অভিযোগ : ব্যাখ্যা দিলো বিসিবি appeared first on Sports Mirror BD.

]]>
পরিবর্তিত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচিত হয়ে আসছেন তিনি। সর্বশেষ কয়েক দিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। অভিযোগে বলা হয়, বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই এই টাকা সরিয়ে নিয়েছেন তিনি।

আজ অবশ্য আনুষ্ঠানিক বিবৃতিতে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জাতীয় গণমাধ্যমের একটি অংশে বোর্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত কিছু প্রতিবেদন বোর্ডের নজরে এসেছে।’ এসব প্রতিবেদনকে ভুল তথ্যভিত্তিক আখ্যা দিয়ে বলা হয়, ‘বোর্ড ও সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভুল তথ্যভিত্তিক এসব প্রতিবেদন তৈরি করা হয়েছে।’

বিবৃতিতে এফডিআরের টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিয়েছে বিসিবি, ‘বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনের পর দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে, বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেন।’

বিবৃতিতে আরো বলা হয়, বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোর পুনর্মূল্যায়ন করে কৌশলগত সিদ্ধান্ত নেয় যে, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ‘গ্রীন’ ও ‘ইয়েলো’ জোনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সাথেই বোর্ড আর্থিক লেনদেনে জড়িত থাকবে। যেকারনে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত একাউন্টে স্থানান্তর করা হয়।’

বোর্ডের ভেতরের ও বাইরের কিছু সুবিধাভোগী মহল ষড়যন্ত্রকারী গোষ্ঠী বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, ‘বিসিবি অবগত যে, কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী, যারা ক্রিকেট প্রশাসনের ভিতরেও সক্রিয়, বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। বিসিবির আর্থিক নিরাপত্তা আরও জোরদার করার এটিও অন্যতম কারণ। সেপ্টেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত বিসিবি তার অর্থ ও স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব ১৩টি নির্ভরযোগ্য ব্যাংকের হাতে দিয়েছে। এই সিদ্ধান্ত বিসিবির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রতিযোগিতামূলক মুনাফা প্রাপ্তির মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। এর ফলে পূর্ববর্তী সময়ের তুলনায় বিসিবির স্থায়ী আমানত থেকে ২-৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মুনাফা হয়েছে।’

গণমাধ্যমকে ভুল তথ্যনির্ভর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, ‘বিসিবি সর্বোচ্চ মানের আর্থিক ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকৃত ও তথ্যভিত্তিক উৎস থেকে তদন্ত ও পর্যালোচনাকে স্বাগত জানায়। পাশাপাশি, বোর্ড গণমাধ্যমকে ভিত্তিহীন অথবা বাংলাদেশ ক্রিকেট ও এর সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, এমন কোনো ভুল তথ্যসম্মলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে।’

উল্লেখ্য, বিবৃতিতে বলা হয়, বোর্ড সভাপতি কোন একক সিদ্ধান্তবলে বোর্ডের পরিচালনা পর্ষদের অজ্ঞাতে ব্যাঙ্ক পরিবর্তনের অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করেন না। পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষরপ্রদানকারী হিসাবে দুজন বোর্ড পরিচালক আছেন বোর্ডের ফিনান্স কমিটি চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেজ কমিটি চেয়ারম্যান জনাব মাহবুবুল আনাম।

The post ফারুক আহমেদের বিরুদ্ধে টাকা সরানোর অভিযোগ : ব্যাখ্যা দিলো বিসিবি appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1264/feed 0
কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই https://www.sportsmirrorbd.com/archives/1261 https://www.sportsmirrorbd.com/archives/1261#respond Sat, 26 Apr 2025 09:35:59 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1261 গত মার্চে মাঠেই হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শঙ্কাটাপন্ন তামিম চিকিৎসা শেষে কয়েকদিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কার্ডিওলজিস্টের শরনাপন্ন হন তামিম। বর্তমানে এখন অনেকটাই সুস্থ দেশসেরা এই ওপেনার। তবে এখনো মাঠে ফেরা হয়নি দেশসেরা তামিমের। কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই। সিঙ্গাপুরে কার্ডিওলজিস্ট দেখানোর পরে অস্ট্রেলিয়া …

The post কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই appeared first on Sports Mirror BD.

]]>
গত মার্চে মাঠেই হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শঙ্কাটাপন্ন তামিম চিকিৎসা শেষে কয়েকদিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কার্ডিওলজিস্টের শরনাপন্ন হন তামিম। বর্তমানে এখন অনেকটাই সুস্থ দেশসেরা এই ওপেনার। তবে এখনো মাঠে ফেরা হয়নি দেশসেরা তামিমের। কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই।

সিঙ্গাপুরে কার্ডিওলজিস্ট দেখানোর পরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও পরামর্শ চালিয়ে যাচ্ছেন তামিম। তার বর্তমান অবস্থা ভালো এবং বেশ উন্নতি হয়েছে।

বেশ কয়েকটি ইস্যু নিয়ে গতকাল মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম ইকবাল। সেসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। আমার জন্য দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’

এসময় মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে মোহামেডানের হয়ে চলতি আসরে নাম লেখানো তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না।’

এ বিষয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তামিম বলেন, ‘বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল (আজ) খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দিবেন।’

পরে অবশ্য বিসিবি জানিয়েছে, তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এ বছর নয়, কার্যকর হবে আগামী বছর। যে কারণে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয়ই থাকবেন মোহামেডানের অধিনায়ক।

The post কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1261/feed 0
বাবরকে পেছনে ফেলে কোহলির নতুন রেকর্ড https://www.sportsmirrorbd.com/archives/1258 https://www.sportsmirrorbd.com/archives/1258#respond Fri, 25 Apr 2025 13:30:51 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1258 চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচেই হেসেই চলেছে তার ব্যাট। সবশেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এতেই নতুন মাইলফলক গড়ে পেছনে ফেলেছেন পাকিস্তানের তারকা বাবর আজমকে। রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। দলটির এই রান পাহাড়ের মূল কারিগর ছিলেন কোহলি। ৭০ রানের …

The post বাবরকে পেছনে ফেলে কোহলির নতুন রেকর্ড appeared first on Sports Mirror BD.

]]>
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচেই হেসেই চলেছে তার ব্যাট। সবশেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এতেই নতুন মাইলফলক গড়ে পেছনে ফেলেছেন পাকিস্তানের তারকা বাবর আজমকে।

রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। দলটির এই রান পাহাড়ের মূল কারিগর ছিলেন কোহলি। ৭০ রানের দুর্দান্ত ঝকঝকে এক ইনিংস খেলেন কোহলি। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়।

এই ম্যাচে ফিফটি করার সঙ্গে সঙ্গেই কোহলি গড়েছেন এক বিশেষ কীর্তি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন কোহলি। প্রথম ইনিংসে ব্যাট করে ৬২ বার হাফসেঞ্চুরি করেছেন এই তারকা। পেছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজমকে। ৬১টি হাফসেঞ্চুরি নিয়ে এতদিন সবার উপরে ছিলেন বাবর।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত ক্রিসে গেইল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৭টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।৫৫ হাফসেঞ্চুরিতে চতুর্থস্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। আর ৫২ হাফসেঞ্চুরিতে পঞ্চমস্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার জস বাটলার।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির তালিকায়ও এগিয়ে যাচ্ছেন কোহলি। বর্তমানে ১১১টি হাফসেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এই ম্যাচেই তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে। ১১৭টি হাফসেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।

বিরাট কোহলির এই ধারাবাহিকতা যে বিশ্ব ক্রিকেটে আবারও আলো ছড়াচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

The post বাবরকে পেছনে ফেলে কোহলির নতুন রেকর্ড appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1258/feed 0
আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির https://www.sportsmirrorbd.com/archives/1252 https://www.sportsmirrorbd.com/archives/1252#respond Thu, 24 Apr 2025 18:33:42 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1252 আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির। ২০০৮ সালে প্রথমবার মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেয়েছিলেন শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ মোট ১২ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু এরপরই দুই দেশের রাজনৈতিক বৈরিতার জন্য আইপিএলে নিষিদ্ধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। এরপর গত দেড় যুগেও আইপিএলে খেলেনি কোনো পাকিস্তানি …

The post আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির appeared first on Sports Mirror BD.

]]>
আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির। ২০০৮ সালে প্রথমবার মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেয়েছিলেন শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ মোট ১২ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু এরপরই দুই দেশের রাজনৈতিক বৈরিতার জন্য আইপিএলে নিষিদ্ধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। এরপর গত দেড় যুগেও আইপিএলে খেলেনি কোনো পাকিস্তানি ক্রিকেটার। তবে দেড় যুগ পরে পরিচয় বদলে আইপিএলে খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আমির। নতুন পরিচয়ে পাকিস্তানের এই পেসার টুর্নামেন্টটির পরের আসরেই সুযোগ পাওয়ার আশায় আছেন।

যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলতে চান মোহাম্মদ আমির। মূলত আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। বাঁহাতি এই পেসারের আশা সেই সূত্রে আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন। আর সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন আমির।

বাঁহাতি এই পেসার বলেন, ‘সত্যি বলতে যদি সুযোগ পাই আমি আইপিএলে খেলব। আমি এটা খোলাখুলিই বলছি। কিন্তু যদি সুযোগ না পাই, তাহলে আমি পিএসএলে খেলব। আগামী বছরের মধ্যে, আমার আইপিএলে খেলার সুযোগ হবে এবং যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কেন নয়?’

চলতি আসরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আইপিএল আর পিএসএল। একই সঙ্গে চলছে দুই দেশের টুর্নামেন্ট। তবে এর কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠের এই আসরের জন্য পাকিস্তান কিছুটা দেরিতে পিএসএল আয়োজন করেছে। তবে আগামী আসরে এমনটা হবে না বলে মনে করেন না আমির। তাই সুযোগ পেলে পিএসএলেও খেলতে চান তিনি।

আমির বলেন, ‘আমি মনে করি না পরের বছর আইপিএল এবং পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল। যদি আমাকে প্রথমে পিএসএলে ডাকা হয়, তাহলে আমি আর খেলতে পারব না, কারণ আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে।’

The post আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1252/feed 0
ভারত-পাকিস্তানের শিতল সম্পর্ক এবার নতুন মাত্রায় https://www.sportsmirrorbd.com/archives/1249 https://www.sportsmirrorbd.com/archives/1249#respond Thu, 24 Apr 2025 15:58:14 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1249 দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত আর পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইটা দেখা যায় শুধু বৈশ্বিক আসরেই। অনেকদিন পরে দুই দেশের শীতল সম্পর্ক কিছুটা গলতে শুরু করেছিল। এতেই আবারো দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ার স্বপ্ন বুনছিল ক্রিকেট প্রেমীরা। তবে ক্রিকেট প্রেমীদের সেই স্বপ্নে আপাতত লাগাম …

The post ভারত-পাকিস্তানের শিতল সম্পর্ক এবার নতুন মাত্রায় appeared first on Sports Mirror BD.

]]>
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত আর পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইটা দেখা যায় শুধু বৈশ্বিক আসরেই। অনেকদিন পরে দুই দেশের শীতল সম্পর্ক কিছুটা গলতে শুরু করেছিল। এতেই আবারো দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ার স্বপ্ন বুনছিল ক্রিকেট প্রেমীরা।

তবে ক্রিকেট প্রেমীদের সেই স্বপ্নে আপাতত লাগাম দিতে হচ্ছে। আবারো দুর্গম হয়ে গেছে সেই পথ। দুই দেশের মাঝে নতুন করে বাধা হয়েছে দাঁড়িয়েছে কাশ্মির ইস্যু।

গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জনের প্রাণহানী ঘটেছে। এই ঘটনার পরে নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্যে নেমে গেছে। মঙ্গলবারের হামলার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

স্পোর্টস টাককে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না।’

আইসিসি ইভেন্টে খেলা নিয়ে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

মঙ্গলবারে কাশ্মীরের পহেলগামে এই হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

The post ভারত-পাকিস্তানের শিতল সম্পর্ক এবার নতুন মাত্রায় appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1249/feed 0
সিলেটে জাকের আলির অন্যন্য কীর্তি https://www.sportsmirrorbd.com/archives/1241 https://www.sportsmirrorbd.com/archives/1241#respond Wed, 23 Apr 2025 15:43:33 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1241 সিলেটে ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাটহাতে অনেকটা একাই লড়াই করেছেন জাকের আলি অনিক। এতেই প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটে অন্যন্য কীর্তি গড়েছেন জাকের আলি অনিক। প্রথম ইনিংসে ২৮ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাকি ব্যর্থতায় চাপের মুখে দারুণ ব্যাটিং করেছেন তরুণ এই উইকেট রক্ষক ব্যাটার। ১১১ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস। সিলেটে এই পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জাকের …

The post সিলেটে জাকের আলির অন্যন্য কীর্তি appeared first on Sports Mirror BD.

]]>
সিলেটে ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাটহাতে অনেকটা একাই লড়াই করেছেন জাকের আলি অনিক। এতেই প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটে অন্যন্য কীর্তি গড়েছেন জাকের আলি অনিক। প্রথম ইনিংসে ২৮ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাকি ব্যর্থতায় চাপের মুখে দারুণ ব্যাটিং করেছেন তরুণ এই উইকেট রক্ষক ব্যাটার। ১১১ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস।

সিলেটে এই পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জাকের আলি গড়েছেন একটি কীর্তিও। ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তিনি। এর আগে প্রথম তিন টেস্টে এটি করতে পেরেছিলেন ওপেনার জাকির হাসান।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিষেক হয় জাকের আলির। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন অভিষিক্ত জাকের।

জাকের আলির ব্যাটিংয়ের এই ধারা জারি থাকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ওই সফরের দুই ম্যাচেও তার ব্যাট থেকে আসে পঞ্চাশছোঁয়া ইনিংস। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই দলের বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়ান জাকের আলি। ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। চাপ সরিয়ে দলকে নিয়ে যান স্বস্তির জায়গায়।

ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে অভিষেক ম্যাচে আট নম্বরে নামেন জাকের। সে ম্যাচে জাকেরের ব্যাট থেকে আসে ৫৮ রান। সে ম্যাচে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন জাকের।

এরপর ক্যারিবিয়ান সফরে অবশ্য সঙ্গী হিসেবে কাউকেই পাননি উইকেটরক্ষক এই ব্যাটার। প্রথম টেস্টে লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে ৫৩ রানের ইনিংস খেলেন জাকের। দ্বিতীয়টিতে ৮ চার ৫ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৯১ রান। জাকেরের দুর্দান্ত ওই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।

প্রথম তিন টেস্টের ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষেও ধরে রাখলেন জাকের। সিলেটে দলের বিপদে হাল ধরেছিলেন। বাকিদের ব্যর্থতায়ও আশা দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ চার আর এক ছক্কায় ১১১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জাকের।

The post সিলেটে জাকের আলির অন্যন্য কীর্তি appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1241/feed 0