ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Tue, 06 May 2025 15:52:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://www.sportsmirrorbd.com/wp-content/uploads/2025/04/cropped-Favicon-01-1-32x32.png ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com 32 32 ফিফার অনুমতি পেলেন সামিত সোম https://www.sportsmirrorbd.com/archives/1356 https://www.sportsmirrorbd.com/archives/1356#respond Tue, 06 May 2025 15:52:33 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1356 জন্মনিবন্ধন দিয়েই কানাডা ফুটবল ফেডারেশনের সঙ্গে লেনদেন শেষ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৭২ ঘন্টার মধ্যেই রেডি হয়ে গিয়েছিল সামিত সোমের পাসপোর্টও। এরপর সামিতের লাল-সবুজের জার্সিতে খেলতে বাকি ছিল শুধু ফিফার সবুজ সংকেত। দ্রততম সময়ের মধ্যেই সেটাও পেয়ে গেছেন। কানাডা প্রবাসী এই ফুটবলারের এখন আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে কোনো বাধাই নেই। সিঙ্গাপুরের বিপক্ষে হামজার …

The post ফিফার অনুমতি পেলেন সামিত সোম appeared first on Sports Mirror BD.

]]>
জন্মনিবন্ধন দিয়েই কানাডা ফুটবল ফেডারেশনের সঙ্গে লেনদেন শেষ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৭২ ঘন্টার মধ্যেই রেডি হয়ে গিয়েছিল সামিত সোমের পাসপোর্টও। এরপর সামিতের লাল-সবুজের জার্সিতে খেলতে বাকি ছিল শুধু ফিফার সবুজ সংকেত। দ্রততম সময়ের মধ্যেই সেটাও পেয়ে গেছেন। কানাডা প্রবাসী এই ফুটবলারের এখন আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে কোনো বাধাই নেই। সিঙ্গাপুরের বিপক্ষে হামজার সঙ্গে লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাবেন তিনিও।

সামিত সোমের ফিফার অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানিয়েছেন, গতকাল এক ই-মেইলে সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি।

এর আগে জন্মনিবন্ধন, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র এবং পাসপোর্ট পাওয়ার পরই ফিফার ছাড়পত্রের জন্য আবেদন করেছিল বাফুফে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থার আবেদনের দুই কর্মদিবসের মধ্যেই নিশ্চিত হয়েছে সামিতের অনুমতির বিষয়টি।

দেশের ফুটবলমোদীরা অধীর আগ্রহে ছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা ও সামিত জুটি দেখার। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের। আগামী ১০ জুন ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে কানাডা প্রবাসী এই ফুটবলারের।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য ৫ জুন একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথমে শোনা গিয়েছিলো ওই ম্যাচেও দেখা যেতে পারে কানাডা জাতীয় দলের হয়ে ২ টি ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে। তবে, পরে জানা গেছে, ১ জুন কানাডায় তার ক্লাবের খেলা রয়েছে। এ কারণে, ৫ জুন ম্যাচটি খেলা সম্ভব হবে না তার পক্ষে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলার প্রথম যোগ হয়েছিলেন জামাল ভূঁইয়া ২০১৩ সালে। এরপর তারিক কাজী, কামেজ কিরামানী। সর্বশেষ গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর। এবার শামিতের পালা। অপেক্ষামান তালিকায় আছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মিশেল কিউবা।

The post ফিফার অনুমতি পেলেন সামিত সোম appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1356/feed 0